Target

We believe in a world where every student can complete their education. Our primary mission is to invest in education for economically weaker sections of students, in order to empower the next generation. We do that, by creating educational programs and providing necessary resources to underprivileged students. Allocation is according to smart fund, and therefore employing minimal staff is the goal. ‘আগামী’ আমাদের খুব ছোট প্রয়াস, যা এখনও তার জন্মলগ্নে (Seed Phase)। এটা আমাদের একটা দল যার মুখ্য উদ্দেশ্য হলো একে অপরের হাত ধরে, মুঠো শক্ত করে অন্যকে সাহায্য করা, অন্যের জীবনকে প্রভাবিত করা। বর্তমান কালে এই পৃথিবীর বুকে এই সমাজে সুষ্ঠু ভাবে বেচেঁ থাকতে হলে চাই টাকা এবং আদর্শ। আদর্শ জীবনে গড়ে তোলা যায় কিন্ত টাকার অভাব নিজের সম্পূর্ন প্রতিভা কে উন্মুক্ত হতে দেয় না। এই বাংলার সমাজে অনেক মানুষ আছেন যারা দারিদ্র্য সীমার নিচে বেচেঁ আছেন অনেক কষ্ট করেন। বাড়িতে খাবারের ব্যবস্থা করতেই অনেকে আর্থিক ভাবে নিঃশেষ হয়ে পড়েন। নিজের সন্তানদেরকে পড়ানোর সামর্থ্য রাখেন না।...