Target
‘আগামী’ আমাদের খুব ছোট প্রয়াস, যা এখনও তার জন্মলগ্নে (Seed Phase)।
এটা
আমাদের একটা দল যার মুখ্য উদ্দেশ্য হলো একে অপরের হাত ধরে, মুঠো শক্ত করে
অন্যকে সাহায্য করা, অন্যের জীবনকে প্রভাবিত করা। বর্তমান কালে এই পৃথিবীর
বুকে এই সমাজে সুষ্ঠু ভাবে বেচেঁ থাকতে হলে চাই টাকা এবং আদর্শ। আদর্শ
জীবনে গড়ে তোলা যায় কিন্ত টাকার অভাব নিজের সম্পূর্ন প্রতিভা কে উন্মুক্ত
হতে দেয় না।
এই বাংলার সমাজে অনেক মানুষ আছেন যারা দারিদ্র্য সীমার
নিচে বেচেঁ আছেন অনেক কষ্ট করেন। বাড়িতে খাবারের ব্যবস্থা করতেই অনেকে
আর্থিক ভাবে নিঃশেষ হয়ে পড়েন। নিজের সন্তানদেরকে পড়ানোর সামর্থ্য রাখেন
না।
আমরা সবাই জানি যে যেকোনো পরিবার,যেকোনো সমাজ কে বেড়ে উঠতে গেলে যা
চায় তার মূল হলো ‘ শিক্ষা’। ব্যাবসা হোক, চাকরি হোক শিক্ষা থাকলে সবেতেই
উন্নতি করা সম্ভব হয়, নচেৎ নয়।
বর্তমান সরকারের প্রচেষ্টায় হয়তো
উচ্চ মাধ্যিক স্তর পর্যন্ত পড়াশুনা করা সম্ভব হয়, যদিও তাতেও বিজ্ঞান
বিভাগের সব কিছু পড়া হয়ে ওঠে না শুধু উপযুক্ত বইয়ের অভাবে। এক ধাপ ওপরে
স্নাতক স্তরে সরকারি সাহায্যে পড়াশুনা করা সম্পূর্ন অসম্ভব হয়ে পড়ে।
বর্তমান পরিস্থিতি স্নাতক ডিগ্রি না হলে, জীবন ধারণের জন্য কাজ পাওয়া
দুষ্কর হয়ে দাঁড়ায়। তাই স্বল্প শিক্ষার জেরে নিরক্ষর এর ঘরে হয়তো
স্বাক্ষরের উত্থান ঘটে কিন্ত দৈন্যতা আর কাটে না।
তাই সবকিছুর মূলেই
প্রধান বাধা হয়ে দাঁড়ায় ‘ টাকা’ আর ‘support’। আমাদের এই অর্গানাইজেশন
এর উদ্দেশ্য সেই টাকা আর সাহায্য দান করা…
Comments
Post a Comment